ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বিএনপি

প্রকাশিত: ০৬:০৫, ১৯ ডিসেম্বর ২০১৮

সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বিএনপি। আর যুক্তরাষ্ট্রও ভয়ভীতি ও সন্ত্রাসমুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বৈঠককালে এমন আলোচনা হয়। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন, আমরা মনে করি, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়া উচিত এবং নির্বাচনে বিরোধী দলে যেসব প্রার্থী আছে তাদের সমানভাবে প্রচার চালানোর সুযোগ দেয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যে সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানিয়েছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আমরা যে বৈঠক করেছি সেখানে সহিংসতার একটি রিপোর্ট দেয়া হয়েছে এবং আমরা সে বিষয়ে অবগত আছি। সবাই যেন নির্বাচনী প্রচার চালাতে পারেন আমরা সেটা চাই। এ বিষয়ে আমাদের অবস্থান হলো সবার এটা নিশ্চিত করা দরকার যে ভায়োলেন্সকে পরিহার করা এবং নিন্দা জানানো। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সঙ্গে মিলারের সাক্ষাত হয়েছে। আমরা সে সাক্ষাতে আমাদের অবস্থান তুলে ধরেছি। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত মিলার ঢাকায় নতুন এসেছেন। তিনি আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। মিলার বলেছেন, তারা এখানে ভয়ভীতি ত্রাসমুক্ত একটি নির্বাচন দেখতে চান। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। এটাই তাদের প্রত্যাশা। বৈঠকে বিএনপির অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
×