ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চালকবিহীন ফেরি

প্রকাশিত: ০৬:০৬, ১৯ ডিসেম্বর ২০১৮

চালকবিহীন ফেরি

চালকবিহীন গাড়ির কথা আমরা সবাই শুনেছি। দ্রুতই এটা ব্যাপকভাবে বাজারজাত করা হবে বলেও ধারণা করা হচ্ছে। কিন্তু চালকবিহীন ফেরির কথা আমরা শুনেছি কি? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এবার চালকবিহীন ফেরি তৈরি করেছে রোলস রয়েস। কম্পিউটারের সাহায্যে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে এটা পরিচালিত হবে। এজন্য প্রয়োজন হবে না কোন কর্মীর। মূলত সেন্সর এবং ক্যামেরার সাহায্যে ফেরিটি পরিচালিত হয়। এটা স্বয়ংক্রিয়ভাবেই যেকোন বাধা এড়িয়ে চলতে পারে। অর্থাৎ সংঘর্ষ এড়ানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে। এই ফেরিটি স্বয়ংক্রিয়ভাবে ডেকে ভিড়তে পারে। চাইলে স্বয়ংক্রিয় এই ফেরিকে দূর থেকেও নিয়ন্ত্রণ করতে পারেন ফেরি চালনায় দক্ষ যে কেউ। স্যাটেলাইট বা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দূর থেকে এর নিয়ন্ত্রণ নেয়া যায়। ফেরিটি তৈরি সম্পর্কে রোলস রয়েসের উদ্ভাবন বিভাগের ভাইস প্রেসিডেন্ট অস্কার লেভেন্ডার বলেন, মানুষের ভুলের কারণে বেশিরভাগ সামুদ্রিক দুর্ঘটনা ঘটে। এক্ষেত্রে আমাদের এই স্বয়ংক্রিয় ফেরি দুর্ঘটনার পরিমাণ কমাতে সাহায্য করবে। -বিবিসি
×