ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গোল্ডম্যান স্যাক্সের বিরুদ্ধে মালয়েশিয়ার মামলা

প্রকাশিত: ০৬:৪৩, ১৯ ডিসেম্বর ২০১৮

গোল্ডম্যান স্যাক্সের বিরুদ্ধে মালয়েশিয়ার মামলা

যুক্তরাষ্ট্রের বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স ও প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে মালয়েশিয়া। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানান, মালয়েশিয়ার এ্যাটর্নি জেনারেল টমি থমাস। তিনি জানান, ওয়ানএমডিবি ঘিরে দুর্নীতি ও অর্থ পাচারে যুক্ত থাকার অভিযোগে গোল্ডম্যানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তিন দফা বন্ড বিক্রির মাধ্যমে ২৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে গোল্ডম্যান স্যাক্স ও এর কর্মীদের বিরুদ্ধে। মালয়েশিয়ার এ্যাটর্নি জেনারেল জানান, অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের কারাদ- দেয়া হবে অভিযুক্তদের। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গোল্ডম্যান স্যাক্স। ওয়ানএমডিবি তহবিলে দুর্নীতি ইস্যুতে এখন পর্যন্ত বিশ্বের ছয় দেশে তদন্ত চলছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×