ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে নতুন কার্যালয় স্থাপন করবে গুগল

প্রকাশিত: ০৬:৪৩, ১৯ ডিসেম্বর ২০১৮

নিউইয়র্কে নতুন কার্যালয় স্থাপন করবে গুগল

নিউইয়র্কে নতুন কার্যালয় স্থাপন করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এর জন্য ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের বরাদ্দ ঘোষণা করেছে এ্যালফাবেট ইনকর্পোরেশনের এই সহযোগী প্রতিষ্ঠান। ২০২০ সালে নিউইয়র্কের হাডসন স্ট্রিটে নতুন কার্যালয় ভবনের নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছে গুগল। বহুতল ভবনটির মোট আয়তন ধরা হয়েছে ১৭ লাখ বর্গফুট। এর নামকরণ হবে গুগল হাডসন স্কয়ার। গুগল জানায়, হাডসনে নির্মাণ পরিকল্পনাধীন কার্যালয়ে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ১০ বছরের মধ্যে ২৫ হাজারের বেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের বাইরে আঞ্চলিক কার্যালয় স্থাপনের ঘোষণাও দিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×