ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিলখানায় চুক্তি সই

রাশিয়া থেকে বিজিবির জন্য দু’টি কপ্টার কেনা হচ্ছে

প্রকাশিত: ০৬:৫০, ১৯ ডিসেম্বর ২০১৮

রাশিয়া থেকে বিজিবির জন্য দু’টি কপ্টার কেনা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এজন্য বাহিনীটির জন্য তিনশ’ কোটিরও বেশি টাকা ব্যয়ে রাশিয়া থেকে দুইটি শক্তিশালী হেলিকপ্টার কেনা হচ্ছে। ইতোমধ্যেই হেলিকপ্টার কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই যাবতীয় প্রক্রিয়া শেষ করে হেলিকপ্টার দুইটি কিনে বিজিবির কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার পিলখানা বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে ‘জেএসসি রাশিয়া হেলিকপ্টারস’ এর সঙ্গে রাশিয়ার কাছ থেকে ৩৮ মিলিয়ন ডলার (৩০৪ কোটি টাকা) ব্যয়ে এমআই-১৭১ই সিরিজের দুটি হেলিকপ্টার কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, ঢাকার রুশ দূতাবাসের মিলিটারি, এয়ার এ্যান্ড নেভাল এ্যাটাশে কর্নেল ইউরি পি লেভশেঙ্কো ও জেএসসি রাশিয়া হেলিকপ্টারস-এর পক্ষে আন্দ্রে ফোর্তে স্বাক্ষর করেন।
×