ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত: ০৬:৫১, ১৯ ডিসেম্বর ২০১৮

ইউজিসিতে দিনব্যাপী কর্মশালা

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন কোয়ালিটি এসিউরেন্স ইউনিট (কিউএইউ) আয়োজিত ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও প্রফেসর ড. মোঃ আখতার হোসেন। এছাড়া, পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, প্রকল্প পরিচালক, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প ড. মোঃ মোকলেছুর রহমান ও সিনিয়র অপারেশনস অফিসার বিশ্বব্যাংক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×