ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পতাকা উত্তোলন দিবস পালন

প্রকাশিত: ০৬:৫৬, ১৯ ডিসেম্বর ২০১৮

পতাকা উত্তোলন দিবস পালন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মঙ্গলবার দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়। এম. আবদুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। ১৯৭১ সালে ১৮ ডিসেম্বর বেলা ১১টায় মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর চেয়ারম্যান তৎকালীন এমপি আওয়ামী লীগ নেতা এম. আবদুর রহিম দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সে সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুর নেতৃত্বে বাংলার বীর সেনানী মুক্তিযোদ্ধার একটি চৌকস দল জাতীয় পতাকাকে সালাম জানান।
×