ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী

বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা মাঠে

প্রকাশিত: ০৬:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৮

 বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা মাঠে

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর শীতল বাতাস বইছে। শহর থেকে গ্রাম অনেকটায় ফাঁকা। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মাঠে নেমেছেন প্রার্থীরা। সকাল থেকে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। ছুটে যাচ্ছেন ভোটারদের কাজে। ঘরে ঘরেও ছুটছেন প্রার্থীরা। মঙ্গলবারের রাজশাহীর সব আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ নিজ এলাকায় ছুটে গেছেন ভোটারের কাছে। এদিন রাজশাহীর ৬ আসনের বিএনপি প্রার্থীরা নগরীর একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে। এদিন বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপজেলার বাউসা এলাকায় ব্যাপক প্রচার চালিয়েছেন। এ সময় তিনি উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তার প্রচারে হাজারও মানুষ ছুটে আসেন বৈরী আবহাওয়া উপেক্ষা করে। শাহরিয়ার আলম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে উন্নয়ন নিশ্চিত। এর প্রমাণ পাওয়া গেছে গত ১০ বছরে। তাই উন্নয়নের অগ্রযাত্রায় আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী এনামুল হক উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। বৃষ্টি উপেক্ষা করে তিনি ভোটারের বাড়ি বাড়ি ছুটে যান। রাজশাহী-৩ আসনের প্রার্থী আয়েন উদ্দিন মঙ্গলবার সকাল থেকে জেলার মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রামে ভোট প্রার্থনা করেন। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী মঙ্গলবার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা বিরামহীনভাবে নগরীতে প্রচার চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তিনি ছুটে যাচ্ছেন নগরীর এপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি রাজশাহী নগরীর সাগরপাড়া বটতলা, বেলদারপাড়া এলাকায় প্রচার চালিয়েছেন। এ সময় নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। ঘরে বসেই যত অভিযোগ বিএনপি প্রার্থীদের ॥ বৈরী আবহাওয়ায় রাজশাহীর আওয়ামী লীগের সব প্রার্থী যখন ভোটের মাঠে তখন অভিযোগের ফিরিস্তি নিয়ে শহরে হাজির হন বিএনপির প্রার্থীরা। সমর্থকদের ওপর গুলি, হামলা, গণগ্রেফতার বন্ধসহ নির্বাচনে লেভেল প্লেনিং ফিল্ড নিশ্চিতের দাবিতে তারা সংবাদ সম্মেলন করেন। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট রাজশাহীর আয়োজনে নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রার্থীরা তাদের অভিযোগগুলো তুলে ধরেন ও পক্ষপাতিত্বের অভিযোগ করে দ্রুত সময়ের মধ্যে রাজশাহীর ডিআইজি, এসপি ও রিটার্নিং কর্মকর্তাসহ সিইসির পদত্যাগ দাবি করেন। সংবাদ সম্মেলনে রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টির জন্য সরকার ও নির্বাচন কমিশন দায়ী থাকবে। অনিশ্চয়তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তিনি সেনাবাহিনীর দিয়ে নির্বাচন পরিচালনার দাবি জানিয়ে আরও বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামাতে হবে। জীবন দিয়ে হলেও বিএনপির নেতাকর্মীরা ভোট দিতে যাবে। এ সময় রাজশাহী-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের প্রার্থী আবু হেনা উপস্থিত ছিলেন।
×