ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীরা হতাশ

প্রকাশিত: ০৬:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৮

ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীরা হতাশ

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে ততই আনন্দের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। পক্ষান্তরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠছে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা দীর্ঘদিন থেকে নানা কর্মসূচীর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন,আগামী দিনের পরিকল্পনা এবং অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার বিষয়ে জনগণকে নানাভাবে অবহিত করে আসছেন। নেতাকর্মী-সমর্থকদের সূত্রমতে, তারা চায় জনগণের সমর্থন নিয়ে আবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে। এজন্য তারা বিভিন্ন কমিটি করে দিনরাত বিরামহীন নির্বাচনী প্রচার করছেন। এতে করে দিন দিন নির্বাচনী মাঠ নৌকার পক্ষে এগিয়ে যাচ্ছে। সূত্রমতে, পরপর চারবার নির্বাচিত হয়ে ভূমিমন্ত্রী হওয়া শামসুর রহমান শরীফ এমপি এবার পঞ্চমবার আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন। সূত্রমতে, বিভিন্ন নির্বাচনী মিটিংয়ে নেতাকর্মীরা বলছেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব কে শেখ হাসিনা লালন পালন করেছিলেন। কিন্তু তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে বেইমানী করে বিএনপিতে যোগ দিয়েছেন। শুধু তাই না, বিএনপিতে যোগ দিয়েও তিনি বার বার বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে মুনাফেকি করেছেন। এত কিছুর পরও সেই হাবিবকে বিএনপির মনোনয়ন দেয়ায় বিএনপি নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। হাবিবুর রহমান হাবিব বিএনপির সঙ্গে আবারও বেইমানী করতে পারেন সেই আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা শঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও হাবিবুর রহমান হাবিবের নেতাকর্মী-সমর্থকদের নির্বাচনী মাঠে প্রচার তেমন দেখা যাচ্ছে না। এমনকি পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ও মাইকিংয়ের প্রচারও চোখে পড়ার মতো না। এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল ও মাইকিংসহ নানাভাবে প্রচারে অনেক দূর এগিয়ে রয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জলিলের হাত পাখার পোস্টার ও মাইকিংয়ের প্রচারও লক্ষ করার মতো।
×