ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর আরেকটি বিজয় উৎসব পালন করা হবে ॥ হাসানাত

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৮

৩০ ডিসেম্বর আরেকটি বিজয় উৎসব পালন করা হবে ॥ হাসানাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, মহান বিজয় দিবসের এ মাসে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার মাধ্যমে আরেকটি বিজয় উৎসব পালন করা হবে। বরিশাল-১ আসনের নৌকা মার্কার প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, এ দেশের মানুষ আর ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনকারীদের দেখতে চায় না। তাই নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন ১৭ বছর পর সংখ্যালঘু নির্যাতনের জন্য ক্ষমা চাচ্ছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে পারলে গৌরনদীকে জেলায় রূপান্তরিত করা হবে। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান করেন। মঙ্গলবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা তোতা মিয়া হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাজাহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আজিজ গাজীর নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীরা আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
×