ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধানের শীষে ভোট দেয়া জনগণের নৈতিক দায়িত্ব ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৮

ধানের শীষে ভোট দেয়া জনগণের নৈতিক দায়িত্ব ॥ ড. মোশাররফ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৮ ডিসেম্বর ॥ হোমনা উপজেলা প্রশাসন হঠাৎ করে ১৪৪ ধারা জারির মাধ্যমে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিতব্য চান্দেরচর ইউনিয়নের বাঘের বাজার ও রামকৃষ্ণপুরে বিএনপির পূর্ব নির্ধারিত ২টি সমাবেশ বন্ধ করে দিয়েছে। ফলে ওই ২টি সমাবেশে বক্তৃতা করতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ ও ২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। হোমনা উপজেলা বিএনপির আবেদনের প্রেক্ষিতে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও সোমবার বাঘের বাজার এবং রামকৃষ্ণপুরে সমাবেশ করার জন্য লিখিত অনুমতি দেয়। অথচ স্থানীয় আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ করতে চায়, এই অজুহাতে ইউএনও আজ মঙ্গলবার পুরো চান্দেরচর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে। এতে চান্দেরচর ইউনিয়নে বিএনপি কোন সমাবেশ করতে পারেনি। ১৪৪ ধারা জারি করায় বিএনপি নেতারা অভিযোগ করেন, হোমনা সহকারী রিটার্নিং অফিসার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। ইউএনওর দ্বৈতনীতি এবং উদ্দেশ্যমূলকভাবে ১৪৪ ধারা জারি করায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপির সমাবেশ এলাকায় ১৪৪ ধারা জারি করায় ড. খন্দকার মোশাররফ হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের পক্ষপাতিত্ব আচরণে এটা পরিষ্কার যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচন হবে কী-না ? এই নিয়ে জনগণ শঙ্কিত।
×