ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিপিবি প্রার্থীর ব্যতিক্রমী প্রচার

প্রকাশিত: ০৭:০২, ১৯ ডিসেম্বর ২০১৮

সিপিবি প্রার্থীর ব্যতিক্রমী প্রচার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-৩ আসনে নির্বাচন করছেন দোকান কর্মচারী দেলওয়ার হোসেন। তিনি নিজের প্রচার নিজেই করছেন। ছুটছেন শহর বন্দর আর গ্রামে। নির্বাচনের খরচের সংগ্রহে সড়কে দাঁড়িয়ে স্থানীয় মানুষের কাছে সহায়তা চাচ্ছেন। ব্যতিক্রমীপ্রার্থী ও প্রচার স্থানীয়মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছেন। তাকে নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। তবে তার বিরুদ্ধে জাতীয় পার্টির ও বিএনপির দুই শিল্পপতি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ কমিউনিস্টপার্টি (সিপিবি)র প্রার্থী দেলওয়ার হোসেন কাস্তে হাতুড়ি মার্কায় দাঁড়িয়েছেন। তিনি হাতে মাইক নিয়ে শহর গ্রাম ও বিভিন্ন হাটে একা একা ছুটে বেড়াচ্ছেন। তাকে ভোট দিতে জনগণকে আহ্বান জানাচ্ছেন। তিনি যেখানেই যাচ্ছেন অনেক মানুষের সমাগম হচ্ছে। এরা অধিকাংশই রিক্সাওয়ালা, পথচারী, দিনমজুর ও দোকানদার। উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন আপনারা ভোট দিয়ে যাদের জাতীয় সংসদে পাঠান তারা নিজেদের ভাগ্যের উন্নতি ঘটায়, গরিবের জন্য কিছু করেন না। গরিবের ভাগ্যেও তেমন উন্নয়ন হয় না।
×