ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট চান খাগড়াছড়ির নেতারা

প্রকাশিত: ০৭:০২, ১৯ ডিসেম্বর ২০১৮

শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট চান খাগড়াছড়ির নেতারা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা সকালে জেলা সদরের বিভিন্ন এলাকায় প্রচার চালান। বিলি করেন নির্বাচনী লিফলেট। পরে তিনি কল্যাণপুর এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষদের সঙ্গে উঠান বৈঠক করেন। এ বৈঠকে শান্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক এমপি যতীন্ত্র লাল ত্রিপুরা ও প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বক্তব্য রাখেন। এর আগে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে জেলা শহরে প্রচার চালান জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে খাগড়াছড়ি বাজার, পানখাইয়া পাড়া, মধুপুরসহ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, শতরূপা চাকমা, ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া ধানের শীষের পক্ষে জেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ভোটারের কাছে দোয়া চান এবং তাদের মূল্যবান ভোট দিয়ে কারারুদ্ধ খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
×