ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে জাপান

প্রকাশিত: ১৮:০৪, ১৯ ডিসেম্বর ২০১৮

অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে জাপান

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি জাপান ও চীন সাগরে বেশ কয়েকটি দেশের সামরিক শক্তিবৃদ্ধির চেষ্টায় অস্ত্রের প্রতিযোগিতায় এবার যোগ দিয়েছে জাপানও। স্টিলথ যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে জাপান। এর মধ্য দিয়ে দেশটির আঞ্চলিক শক্তিধর দেশ হয়ে ওঠার আগ্রহই প্রকাশ পেয়েছে। জানা গেছে, নতুন প্রকল্পের আওতায় জাপান ৪০০ কোটি মার্কিন ডলারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৫টি লকহিড মার্টিন কর্প এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করেছে। এ ছাড়া অন্য একটি অনুমোদিত প্রকল্পের আওতায় দেশটি এরই মধ্যে ৪২টি জঙ্গিবিমানের ক্রয়ের অর্ডার দিয়েছে। পূর্ব চীন সাগরের প্রান্তে অবস্থিত জাপানি দ্বীপগুলোর প্রতিরক্ষায় ১৮টি শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং বি এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েনের পরিকল্পনাও করেছে জাপান। পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে দুটি রাডারও কিনবে বলে জানিয়েছে জাপান। যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য দুটি বোয়িং বিমানসহ টহলদারির জন্যও জাপান আরও কয়েকটি বিমানও কিনতে চায় জাপান। আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে চীন ও রাশিয়ার নানা প্রতিকূলতার মুখে আগামী পাঁচ বছরে এমন পরিকল্পনা নিয়েছে জাপান। নতুন দুটি সরকারি প্রতিরক্ষাবিষয়ক নথির বরাতে মঙ্গলবার জাপানের এ পরিকল্পনার কথা প্রকাশ করা হয়েছে।
×