ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞার কঠোর নিন্দা উত্তর কোরিয়ার

প্রকাশিত: ১৮:১০, ১৯ ডিসেম্বর ২০১৮

মার্কিন নিষেধাজ্ঞার কঠোর নিন্দা উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক ॥ সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার কঠোর নিন্দা করেছে উত্তর কোরিয়া। এতে শান্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সম্প্রতি ওয়াশিংটনের এমন পদক্ষেপ কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণের পথে বাধা সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে পিয়ংইয়ং। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটন গত সপ্তাহে উত্তর কোরিয়ার আরো তিন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এ তিন কর্মকর্তার মধ্যে কিমের ডান হাত হিসেবে পরিচিত চোয়ি রিয়ং হায়ে রয়েছেন। গত জুনে পিয়ংইয়ং নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সিঙ্গাপুরে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিষয়ে স্থবির হয়ে পড়া আলোচনায় অগ্রগতি হয় এবং পিয়ংইয়ং এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে দেশটি পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত হয়। কিন্তু সিঙ্গাপুরে এ দুই নেতার নিরস্ত্রীকরণ বিষয়ে একটি অস্পষ্ট চুক্তি স্বাক্ষরের পরও এক্ষেত্রে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি হয়নি। পিয়ংইয়ং এখন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের আচরণের কঠোর নিন্দা জানিয়েছে।
×