ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের বিশাল বাজেট ঘোষণা

প্রকাশিত: ১৮:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৮

সৌদি আরবের  বিশাল বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ ২০১৯ সালের বিশাল বাজেট ঘোষণা করলো সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্প্রতি এ বাজেট ঘোষণা করেন। খবর আল-জাজিরার। এবারে ২৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের এই বাজেট দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। তবে এই বাজেটে সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলারের ঘাটতি ধরা হয়েছে। মঙ্গলবার প্রচারিত এক ভাষণে দেশটির বাদশা সালমান বলেন, 'দেশের আর্থিক শৃঙ্খলা অর্জন, উন্নয়ন ও বেসরকারি খাতে সক্ষমতা আনার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।' এছাড়া দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ‘ভিশন ২০৩০’ অনুযায়ী দেশের নাগরিকদের জন্য আরো অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। তবে তা পূরণে দেশটির বাণিজ্যিক খাত নানাভাবে ভুগছে। কেননা এজন্য দেশটির বিভিন্ন খাতে কর বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
×