ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ২৩:০৪, ১৯ ডিসেম্বর ২০১৮

সূচকের উত্থানের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দিনের ধারাবাহিকতায় বুধবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এককভাবে দিনটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে বিমা খাতের কোম্পানিগুলোর। দিনটিতে জীবনবিমার চেয়ে সাধারণ বিমার কোম্পানিগুলোর শেয়ার দর বেশি বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪২ পয়েন্টে। তবে অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩১ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০১ ও ১৮৩৬ পয়েন্টে। ডিএসইতে ৩৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে লেনদেন ৬৩ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি টাকা। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানির মধ্যে ২০৯টি বা ৬১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৭৮টি বা ২৩ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি বা ১৬ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এদিন কোম্পানির ১৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে - জেএমআই সিরিঞ্জ, ইফাদ অটোস, ইনটেক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, খুলনা পাওয়ার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫১টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। সিএসইতে মোট ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×