ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদী একটি আধুনিক সিটিতে পরিণত হয়েছে : মোহাম্মদ নাসিম

প্রকাশিত: ০২:৪৯, ১৯ ডিসেম্বর ২০১৮

ঈশ্বরদী একটি আধুনিক  সিটিতে পরিণত হয়েছে  : মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুধু ঈশ্বরদী-আটঘরিয়া নয় সারা বাংলাদেশেই নৌকার পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে মহাজোটের পক্ষে উত্তরাঞ্চলের আহবায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঈশ্বরদী এলাকায় পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী শামসুর রহমান শরীফের নির্বাচনী গণসংযোগ ও লিপলেট বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসব ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি,পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রঞীম লালসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম আরও বলেন,পাবনা-৪ আসনের নির্বাচনী এলাকায় শামসুর রহমান শরীফ ডিলু এবং সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটালে রুপান্তর করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যে গ্যাস ব্যবহার করছি তা পাবনার পর ঈশ্বরদীতে আনা হয়েছে ডিলু এমপির হাত ধরে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। ইপিজেড করা হয়েছে। রুপপুর পারমাণবিক প্রকল্পের কাজসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে। এসব কিছুই ডিলুর হাতের ছোয়ায় সম্ভব হয়েছে। ফলে ঈশ্বরদী একটি আধুনিক ও সিটি শহরে পরিণত হয়েছে অনেক আগেই,শুধু ঘোষণা করতে বাকি রয়েছে। তার উদ্যোগেই ঈশ্বরদীর এই পরিবর্তণ হয়েছে। তিনি আরও বলেন,বিশ্বমানবতার মাতা শেখ হাসিনা পর পর চারবার নির্বাচিত এমপি ও একবার মন্ত্রী হওয়ার পরও পঞ্চমবারেরমত ডিলুকে নৌকার প্রার্থী করেছেন। ঈশ্বরদীর কৃতি সন্তান ডিলুকে জনগণ আবারও বিপুলভোটে জয়যুক্ত করবেন বলেও আমি বিশ্বাস করি। তিনি বলেন,শুধু পাবনা-৪ আসন নয়,বাংলাদেশের অধিকাংশ আসনেই নৌকা প্রতীক বিজয়ী হবে এবং শেখ হাসিনা আবারও সরকার গঠণ করবে। ডিলুর হাতে ঈশ্বরদী –আটঘরিয়ায় রাস্তাঘাট,স্কুল কলেজসহ যে ব্যাপক উন্নয়ন হয়েছে তার সব কিছুতেই ডিলু এমপির হাতের ছোয়া আছে। তাই তিনি বিশ্বাস করেন সাধারণ জনগণ এবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। এই উন্নয়নগুলোকে মানুষকে মনে রেখে নৌকাকে বিজয়ী করলে আগামিতে ঈশ্বরদীর মানুষের আরও সকল চাওয়াপাওয়া আছে তা পুরণ করা হবে। তিনি‘মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে ভোট যুদ্ধের মাধ্যমে পরাজিত করার আহব্বান জানিয়ে বলেন, বিজয়ের মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে রাজাকার-আলবদর ও স্বাধীনতা বিরোধী মুক্ত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সারাদেশের মানুষ একাত্তরের মতোই গর্জে উঠেছে।
×