ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০২:৫২, ১৯ ডিসেম্বর ২০১৮

বরিশালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের উজিরপুরের বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় উভয়দলের নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাতের এ সংঘর্ষে গুরুতর আহত বামরাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চুন্নু রাঢ়ী, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাওন বালী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজাহিদুল ইসলামকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত নৌকার সমর্থক সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে বিএনপির ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। হামলায় আহত চুন্নু রাঢ়ী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ ওইদিন বিকেলে মামলার এজাহারভূক্ত আসামি বিএনপি কর্মী আলী ইসলাম ও আবুল হোসেন নামের দুইজনকে গ্রেফতার করেছে। অপরদিকে সংঘর্ষে আহত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, বিএনপি নেতা আলী ইসলাম, সাহেব আলী, এনামুল হক, রবিউল সরদারসহ ১০জনকে বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
×