ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিডনি টেস্টে অস্ট্রেলিয়া পিছিয়ে ৫৯৮ রানে

প্রকাশিত: ২২:১৫, ৪ জানুয়ারি ২০১৯

সিডনি টেস্টে অস্ট্রেলিয়া পিছিয়ে ৫৯৮ রানে

অনলাইন ডেস্ক ॥ সিডনি টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে। পূজারা-ঋষভের দাপটে সাত উইকেটে ৬২২ তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ভারত। জবাবে এদিন অস্ট্রেলিয়া ১০ ওভার খেলে ২৪ রান তুলেছে। বাকি তিন দিনে এখন টেস্ট বাঁচানোর লড়াইয়ে টিম পেনের দল। সকাল থেকেই উৎসবের চেহারা নিয়েছিল এসসিজি। গ্যালারিতে ভারতীয় দলের জন্য ছিল প্রচুর সমর্থন। অধিনায়ক বিরাট কোহলিকে দেখা গেল তাঁদের সঙ্গে সেলফি তুলতেও।এদিন শুরুতেই ফেরেন হনুমা বিহারি। নেথান লায়নের বলে ৪২ রানে আউট হন তিনি। তবে তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। পূজারার সঙ্গে পঞ্চম উইকেটে ১০১ রান যোগ করেন হনুমা। হনুমার পরে ব্যাট করতে নামেন ঋষভ। ষষ্ঠ উইকেটে পূজারা-ঋষভ যোগ করেন ৮৯ রান। যা ভারতকে চারশোর ওপারে নিয়ে যায়। এবং অস্ট্রেলিয়াকে হতাশ করে চলে। পূজারার দেড়শো আসে ২৮২ বলে। অনায়াসে ব্যাট করছিলেন তিনি। ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তিনি। একের পর এক শটে মাতাচ্ছিলেন সিডনি। কিন্তু ১৯৩ রানে থেমে গেলেন তিনি। নেথান লায়নকে দিলেন ফিরতি ক্যাচ। ফেরার সময় সিডনির গ্যালারি অভিনন্দনে ভরিয়ে দিল তাঁকে। ৩৭৩ বলের ইনিংসে পূজারা মারেন ২২ বাউন্ডারি। এর আগে কোনও ভারতীয় উইকেটকিপার অস্ট্রেলিয়ায় টেস্টে সেঞ্চুরি করেননি। ঋষভ পান্থ রেকর্ড করলেন। ১৮৯ বলে তাঁর অপরাজিত ১৫৯ রানের ইনিংসে থাকল ১৫ চার ও একটি ছয়। সপ্তম উইকেটে ঋষভ-জাদেজা যোগ করলেন ২০২ রান। ৪১৮ রানে পূজারা ফেরার পর জুটি বেঁধেছিলেন দু’জনে। সেখান থেকে ছ’শো পার করে দিলেন জুটিতে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন রবীন্দ্র জাডেজাও। কিন্তু মারতে গিয়ে নেথান লিয়নের বলে বোল্ড হলেন তিনি। ১১৪ বলে জাডেজার ৮১ রানের ইনিংসে ছিল সাত বাউন্ডারি ও একটি ওভারবাউন্ডারি। সাত উইকেটে ৬২২ তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল ভারত। জাডেজা বোল্ড হতেই ডিক্লেয়ার করেন বিরাট কোহালি। ততক্ষণে ভারত ম্যাচের দখল নিয়ে ফেলেছে। অজি বোলারদের মধ্যে সফলতম লায়ন (৪-১৭৮)। তবে চরম হতাশ দেখাল স্টার্ক-কামিন্স-হেজলেউডদের। তিন পেসার মিলে ৮৯ ওভার হাত ঘুরিয়ে নিলেন মাত্র তিন উইকেট।অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারেই বেঁচে গিয়েছেন উসমান খাওয়াজা। মোহাম্মদ শামির বলে তাঁর সহজ ক্যাচ ফেলেন ঋষভ পfন্থ। যতই রান করুন, উইকেটকিপার হিসেবে ঋষভকে অনেক উন্নতি করতে হবে। সিডনিতে শুক্রবার খেলার শেষে ১০ ওভারে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ ২৪। অপরাজিত আছেন দুই ওপেনার মার্কাস হ্যারিস (১৯) ও উসমান খাওয়াজা (৫)। ভারতের লিড এখনও ৫৯৮ রানের। অস্ট্রেলিয়াকে ফলো-অন বাঁচাতে গেলেও চারশোর বেশি তুলতে হবে। কাজটা একেবারেই সোজা নয়। ফলে সিরিজে ২-১ এগিয়ে থাকা ভারত রীতিমতো স্বস্তিতে। আগাম জয়ের ছবিই দেখছেন ভারতীয় সমর্থকরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×