ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীকে ১৯০ রানের লক্ষ্য দিল ঢাকা

প্রকাশিত: ০২:৪৯, ৫ জানুয়ারি ২০১৯

রাজশাহীকে ১৯০ রানের লক্ষ্য দিল ঢাকা

অনলাইন ডেস্ক ॥ নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৯ রান করেছে ঢাকা ডায়নামাইটস। রাজশাহীকে জয়ের জন্য করতে হবে ১৯০ রান। বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ঢাকা ডায়নামাইটস সব আসরেই ডিফেন্ডীং চ্যাম্পিয়নের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করে। গত আসরেও তারা ফাইনাল খেলে। অন্যদিকে মোটামুটি দল নিয়ে আসলেও বিপিএলে চমক দেখায় রাজশাহী কিংস।বিপিএলের এবারের আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিফটি তুলে নিয়েছেন ঢাকার ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই। ২২ বলে তিন চার ও পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কায় ৫০ রান পূর্ণ করেন এই আফগান ক্রিকেটার। তার ব্যাটিং ঝড়ে প্রথম পাঁচ ওভারে ৬৫ রান তুলে ঢাকা। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসানের দল। রানার্সআপরা শুরু থেকেই জ্বলে ওঠে। হযরতুল্লাজ জাজাই ও সুনিল নারাইনের ব্যাটে ঝড় শুরু। এরপর চলতে থাকে তাদের ব্যাটিং তান্ডব। জাজাই তুলে নেন ফিফটি। মোহাম্মদ হাফিজের বলে ৩৮ রানে সৌম্য সরকারের হাতে ক্যাঁচ তুলে দিয়ে জুটি ভেঙে ঘরে ফেরেন সুনিল। এক পাশ হযরতউল্লাহ জাজাই আকড়ে রাখলেও অন্য পাশ কেউ ধরে রাখতে পারেনি। কাইরন পোলার্ড, অধিনায়ক সাকিব ও নুরুল হাসান সোহান ফিরে যান ২/১ রান করেই। কিন্তু ততক্ষণে বেশ এগিয়ে যায় ঢাকা। মিরাজের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাজাই(৭৮)। এখন আন্দ্রে রাসেল ও শুভাগতর ব্যাটে ছুটছে ঢাকা। আর কোন উইকেট নিতে পারেনি মিরাজের দল। রাসেল আর হোমের ব্যাটে ফাইটিং স্কোর দাড়া করিয়েছে ঢাকা। কিংসের আরাফাত সানি একা ২ উইকেট নেন। ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান(অধিনায়ক), নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শুভাগত হোম,রনি তালুকদার, মিজানুর রহমান, মোহর শেখ, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারাইন,হযরতুল্লাহ জাজাই। রাজশাহী কিংস একাদশ : মেহেদি হাসান মিরাজ(অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মোহাম্মাদ হাফিজ, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জংকার, লরি ইভান্স।
×