ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসি-সুয়ারেসের গোলে জয়ে বছর শুরু বার্সার

প্রকাশিত: ১৭:৪৫, ৭ জানুয়ারি ২০১৯

মেসি-সুয়ারেসের গোলে জয়ে বছর শুরু বার্সার

অনলাইন ডেস্ক ॥ লা লিগায় শিরোপাধারী বার্সেলোনার বিপক্ষে দারুণ লড়াই করলো গেতাফে। শেষ পর্যন্ত অবশ্য তারা আটকাতে পারেনি দারুণ ছন্দে থাকা দলটিকে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে প্রত্যাশিত জয়ে নতুন বছর শুরু করেছে কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে ২-১ গোলে জেতে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। ছন্দে থাকা মেসির নৈপুণ্যে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে উড়ে আসা বল প্রথম ছোঁয়ায় সামনে বাড়িয়ে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে আসরে নিজের ১৬তম গোলটি করেন সর্বোচ্চ গোলদাতা। ৩৯তম মিনিটে ডান দিক থেকে মেসির ফ্রি-কিক ঠিকমতো বিপদমুক্ত করতে ব্যর্থ হয় গেতাফের রক্ষণভাগ। বল চলে যায় ডি-বক্সের বাইরে সুয়ারেসের পায়ে। ডান পায়ের জোরালো ভলিতে কাছের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান তিনি। ১২ গোল নিয়ে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। বিরতির আগে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে রাখে গেতাফে। সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে অনায়াসে বল জালে ঠেলে দেন স্প্যানিশ ফরোয়ার্ড হাইমে মাতা। প্রতিপক্ষের ভুলে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সমতাসূচক গোল পেয়ে যেতে পারতো অতিথিরা। লংলের ব্যাকপাসে দুর্বল শট নেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন, সতীর্থের পা ঘুরে বল পেয়ে স্প্যানিশ ফরোয়ার্ড লুইস রদ্রিগেসের নেওয়া কোনাকুনি শট দূরের পোস্ট ঘেঁষে চলে যায়। ৬৭তম মিনিটে মাতার অবিশ্বাস্য ভুলে বড় বাঁচা বেঁচে যায় বার্সেলোনা। বল পায়ে ডি-বক্সে ঢুকে টের স্টেগেনকে কাটিয়ে উড়িয়ে মারেন তিনি। ৮৩তম মিনিটে মেসির জোরালো শট গোলরক্ষক দাভিদ সোরিয়া ফিস্ট করে ফেরালে ব্যবধান আর বাড়েনি। ১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪০। সেভিয়ার মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১। রিয়াল সোসিয়েদাদের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হারা রিয়াল মাদ্রিদ ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে।
×