ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইদলিবেতে সংঘর্ষ ॥ বাড়তি সেনা পাঠালো সিরিয়া

প্রকাশিত: ১৯:১৩, ৭ জানুয়ারি ২০১৯

ইদলিবেতে সংঘর্ষ ॥  বাড়তি সেনা পাঠালো সিরিয়া

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার সরকার হামা ও ইদলিব প্রদেশে বাড়তি সেনা এবং ট্যাংক ও সাঁজোয়াযানসহ নানা রকমের সামরিক সরঞ্জামাদি পাঠিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকের বরাত দিয়ে একটি সামরিক সূত্র আজ সোমবার বলেছে, ইদলিব ও হামা প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে, এর মধ্যে সম্ভাব্য যেকোনো পরিবর্তনের কথা মাথায় রেখে বাড়তি সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। এর অর্থ হচ্ছে সামরিক বাহিনীর প্রস্তুত জোরদার করা হলো। হামা ও ইদলিব প্রদেশে তুর্কি সমর্থিত ন্যাশনাল ফ্রন্ট ফর লিবারেশন গেরিলাদের ওপর হামলা চালাচ্ছে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত হায়াত তাহরির আশ-শাম। তারা সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায়ও হামলা চালাচ্ছে। সামরিক সূত্রটি বলছে, সন্ত্রাসীদের এই সংঘর্ষে সিরিয়ার সরকার চুপ থাকতে পারে না কারণ ২০১৭ সালে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ওই এলাকায় যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল সন্ত্রাসীদের সংঘর্ষে তা লঙ্ঘন হচ্ছে। ইদলিব প্রদেশে তৎপর তুর্কি সমর্থিত ন্যাশনাল ফ্রন্ট ফর লিবারেশনের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সড়কের দখল নেয়ার জন্য হায়াত তাহরির আশ-শাম হামলা চালাচ্ছে।
×