ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস পেলেন যারা

প্রকাশিত: ০০:৩০, ৭ জানুয়ারি ২০১৯

৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস পেলেন যারা

অনলাইন ডেস্ক ॥ সিনেমা ও টেলিভিশনের সেরা কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর হলিউডে দেওয়া হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে ৭ জানুয়ারি সকালে (স্থানীয় সময় ৬ জানুয়ারি রাত) বসে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৭৬তম আসর। ‘গ্রিন বুক’ ও ‘বোহেমিয়ান র্যাপসোডি’ এবার সেরা সিনেমার খেতাব জিতেছে। সেরা অভিনেতা (ড্রামা) রামি মালেক ও সেরা অভিনেত্রী (ড্রমা) হয়েছেন গ্লেন ক্লোজ।৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বিজয়ীরাসিনেমা বিভাগে অভিনেতা জেফ ব্রিজেসকে এবং টেলিভিশন বিভাগে ক্যারল বার্নেট আজীবন সম্মাননা পেয়েছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো তালিকা তুলে ধরা হলো সিনেমা বিভাগ সেরা সিনেমা (ড্রামা): বোহেমিয়ান র্যাপসোডি সেরা সিনেমা (কমেডি/মিউজিক্যাল): গ্রিন বুক সেরা সিনেমা (অ্যানিমেটেড): স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স সেরা বিদেশি ভাষার সিনেমা: রোমা (মেক্সিকো) সেরা অভিনেতা (ড্রামা): রামি মালেক (বোহেমিয়ান র্যাপসোডি) সেরা অভিনেত্রী (ড্রামা): গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ) সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): ক্রিশ্চিয়ান বেল (ভাইস) সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট) সেরা পরিচালক: আলফোনসো কুয়ারন (রোমা) সেরা চিত্রনাট্যকার: নিক ভাল্লেলঙ্গা, ব্রায়ান ক্যারি, পিটার ফ্যারেলি (গ্রিন বুক) সেরা সহ-অভিনেতা: মাহেরশালা আলী (গ্রিন বুক) সেরা সহ-অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক) সেরা সুর: জাস্টিন হারউইজ (ফার্স্ট ম্যান) সেরা গান: শ্যালোও (অ্যা স্টার ইজ বর্ন) টেলিভিশন বিভাগ সেরা সিরিজ (ড্রামা): দ্য আমেরিকানস সেরা সিরিজ (কমেডি/মিউজিক্যাল): দ্য কোমিনস্কি মেথড (নেটফ্লিক্স) সেরা টেলিভিশন সিরিজ/মুভি: দ্য অ্যাসাসিন্যাশন অব গিয়ান্নি ভার্সাসে: আমেরিকান ক্রাইম স্টোরি সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): রিচার্ড ম্যাডেন (বডিগার্ড) সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): সানড্রা ওহ (কিলিং ইভ) সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): মাইকেল ডগলাস (দ্য কোমিনস্কি মেথড) সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): রাচেল ব্রোসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল) সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ/মুভি): ড্যারেন ক্রিস (দ্য অ্যাসাসিনেশন অব গিয়ান্নি ভার্সাসে: আমেরিকান ক্রাইম স্টোরি) সেরা অভিনেত্রী (মিনি সিরিজ/মুভি): প্যাট্রিসিয়া আরকুয়েট (এস্কেপ অ্যাট ড্যানমোরা) সহ-অভিনেতা (টেলিভিশন সিরিজ/মুভি): বেন হুইশো (অ্যা ভেরি ইংলিশ স্ক্যান্ডাল) সহ-অভিনেত্রী (টেলিভিশন সিরিজ/মুভি): প্যাট্রিসিয়া ক্লার্কসন (শার্প অবজেক্টস)
×