ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৯২ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা ডায়নামাইটস

প্রকাশিত: ২১:৫৯, ৮ জানুয়ারি ২০১৯

১৯২ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা ডায়নামাইটস

অনলাইন ডেস্ক ॥ বিপিএলে আজ মঙ্গলবার প্রথম ম্যাচে মিরপুরে খুলনা টাইটানসের বিপক্ষে ৬ উইকেটে ১৯২ রান করেছে ঢাকা ডায়নামাইটস। এবারের বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। ঢাকা নিজেদের আগের ম্যাচেই করেছিল ১৮৯। খুলনা ভুগেছে নিজেদের দোষেও। ১২ রানে মিড অনে জাজাইয়ের ক্যাচ ছাড়েন ডেভিড ভিসা। দুই পাশে জাজাই ও নারাইনের ব্যাটিং তাণ্ডবে ৫ ওভারে ওঠে ৬৭ রান। তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের করা ইনিংসের পঞ্চম ওভার থেকেই আসে ২৭ রান! ১৪ বলে ১৯ রান করে নারাইন ফিরে গেলেও তিনে নেমে রনি তালুকদার ধরে রাখেন রানের গতি। ৮.৫ ওভারে ঢাকা স্পর্শ করে ১০০। আগের ম্যাচে ২২ বলে ফিফটি করা জাজাই এবার পঞ্চাশ করেন ২৫ বলে। ৩৬ বলে ৫৭ রান করা ব্যাটসম্যানকে নিজের প্রথম ওভারে ফেরান পল স্টার্লিং। পরের বলে ফিরিয়ে দেন তিনি সাকিব আল হাসানকেও। পরে পোলার্ড করেন দুই ছক্কায় ১৬ বলে ২৭ রান। ৩ ছক্কায় ২৫ করেন রাসেল। ঢাকার রান যায় দুইশর কাছে। সংক্ষিপ্ত স্কোর: ঢাকা ডায়নাইমাটস: ২০ ওভারে ১৯২/৬ (জাজাই ৫৭, নারাইন ১৯, রনি ২৮, সাকিব ০, পোলার্ড ২৭, রাসেল ২৫, শুভাগত ১১*, সোহান ৯*; আলি ৩-০-২৬-১, শরিফুল ৩-০-৫০-০, ভিসা ৪-০-২৪-২, মাহমুদউল্লাহ ৩-০-২৬-১, জহির ৪-০-৩৫-০, স্টার্লিং ১-০-২-২, তাইজুল ২-০-১৯-০)।
×