ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন

প্রকাশিত: ০২:১৮, ৮ জানুয়ারি ২০১৯

ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন

অনলাইন ডেস্ক ॥ ক্যানসার থাবা বসিয়েছে বর্ষীয়ান বলিউড অভিনেতা তথা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের শরীরে। গলার ক্যানসারে আক্রান্ত তিনি। জানিয়েছেন তার ছেলে বলিউড অভিনেতা হৃতিক রোশন। সম্প্রতি বাবা রাকেশ রোশনের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে হৃতিক জানান যে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তার বাবা। যদিও তা প্রাথমিক পর্যায়ে আছে বলেই জানা গিয়েছে। ছবিতে বাবা-ছেলেকে দেখা যাচ্ছে একসঙ্গে জিমে ওয়ার্কআউটের পোশাকে। অপারেশনের দিনেও জিম এড়িয়ে যাননি রাকেশ, জানিয়েছেন তিনি। বেশ কয়েক সপ্তাহ আগেই রাকেশের গলায় এই মারণ ব্যাধি থাবা বসিয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু তার পরেও যথেষ্ট ইতিবাচক আছেন রাকেশ ও তার পরিবার। একসঙ্গে থেকেই রাকেশের সঙ্গে তারাও এই লড়াইটা লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন হৃতিক। হৃতিক জানিয়েছেন, রোশন পরিবার তার বাবার মতো একজনকে মাথার উপর পেয়ে ভাগ্যবান। তার বাবাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বাবা বলেও মনে করেন তিনি, এমনই জানিয়েছেন হৃতিক। রাকেশ রোশন ‘কোই মিল গ্যায়া’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘করণ-অর্জুন’ প্রমুখ চলচ্চিত্রের পরিচালক ছিলেন। অভিনেতা হিসেবে পর্দা কাঁপিয়েছেন খুবসুরত, ‘খেল খেল মে’ ইত্যাদি বহু চলচ্চিত্রে। সূত্র: আনন্দবাজার
×