ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেট সিক্সার্স ৫ রানে জয়ী

প্রকাশিত: ২৩:৩৯, ৯ জানুয়ারি ২০১৯

সিলেট সিক্সার্স ৫ রানে জয়ী

অনলাইন ডেস্ক ॥ ম্যাচের শেষ ওভারে চিটাগং ভাইকিংসের প্রয়োজন ২৪ রান। তাতেও ঘিরে ধরেছিল অভাবনীয় হারের শঙ্কা ফ্রাইলিঙ্কের অসাধারণ ব্যাটিং-এ । শেষ রক্ষা হলো সেখানেও। ব্যাটিংয়ের শুরু আর বোলিংয়ের শেষের ধাক্কা সামলে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল সিলেট সিক্সার্স। ফ্রাইলিঙ্ক ৪৪ রান করার পাশাপাশি বিপক্ষের ৩ উইকেট নিয়েছেন। বিপিএলে নিজেদের দ্বিতীয় মাচে প্রথম জয় পেয়েছে সিলেট সিক্সার্স। আজ বুধবার মিরপুরে শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়েছে তারা ৫ রানে। শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসা সিলেটকে উদ্ধার করেন ডেভিড ওয়ার্নার, আফিফ হোসেন ও নিকোলাস পুরান। এই ত্রয়ীর সৌজন্যে ২০ ওভারে তোলে তারা ১৬৮ রান। চিটাগং রান তাড়ায় লেগে ছিল, কিন্তু শেষ করতে পারেনি কাজ। থমকে গেছে ১৬৩ রানে। সংক্ষিপ্ত স্কোর: সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৬৮/৫ (লিটন ০, ওয়ার্নার ৫৭, নাসির ৩, সাব্বির ০, আফিফ ৪৫, পুরান ৫২*, অলক ২*; ফ্রাইলিঙ্ক ৪-০-২৬-৩, নাঈম ৪-০-২০-১, রাজা ৩-০-২৮-০, আবু জায়েদ ৩-০-৩৪-০, খালেদ ৩-০-৩৩-১, মোসাদ্দেক ৩-০-২৫-০)। চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬৩/৭ (শাহজাদ ৬, দেলপোর্ত ৩৮, আশরাফুল ২২, মুশফিক ৫, রাজা ৩৭, মোসাদ্দেক ৭, ফ্রাইলিঙ্ক ৪৪*, নাঈম ০, সানজামুল ২*; তাসকিন ৪-০-২৮-৩, ইরফান ৪-০-৩৫-০, নাসির ১-০-১০-০, আল আমিন ৪-০-৫৭-০, লামিচানে ৪-০-২১-০, আফিফ ১-০-৬-০, অলক ২-০-৬-২)।
×