ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি বছরে শেয়ারবাজারে সূচক বেড়েছে ৮ শতাংশ

প্রকাশিত: ০৬:৪১, ১০ জানুয়ারি ২০১৯

চলতি বছরে শেয়ারবাজারে সূচক বেড়েছে ৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। সারাদিনের ওঠানামার শেষে উর্ধগতিতে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ৭ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ শতাংশ বা ৪১৩ পয়েন্ট। ৯ জানুয়ারি ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। যা ষষ্ঠ কার্যদিস ১১৬ পয়েন্ট, ৪র্থ কার্যদিবস ৯৬ পয়েন্ট, ৩য় কার্যদিবস ৯৪ পয়েন্ট, ২য় কার্যদিবস ৩১ পয়েন্ট ও ১ম কার্যদিবস ৮০ পয়েন্ট বেড়েছে। আর ৫ম কার্যদিবস ৩২ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১ পয়েন্টে। ডিএসইতে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকায়। যা আগের দিন ছিল ১ হাজার ১০ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১ শতাংশ বা ১৫ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকা। ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩ শতাংশ বা ১৪৮টির, কমেছে ৪৭ শতাংশ বা ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ বা ৩৭টির। ডিএসইতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৩৫ বারে ১৬ লাখ ৪১ হাজার ৩৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৪৭ বারে ১০ লাখ ৮১ হাজার ১১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা। সানলাইফ ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১৩৪ বারে ১২ লাখ ৬০ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, বিডি ল্যাম্পস, নর্দার্ন ইন্সুরেন্স, এটলাস বাংলাদেশ, বিকন ফার্মাসিউটিক্যালস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৭৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
×