ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিনদের সঙ্গে মহড়ার জন্য দ্বীপ কিনছে জাপান

প্রকাশিত: ১৯:১৯, ১০ জানুয়ারি ২০১৯

মার্কিনদের সঙ্গে মহড়ার জন্য দ্বীপ কিনছে জাপান

অনলাইন ডেস্ক ॥ মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে মহড়া চালানোর জন্য একটি দ্বীপ কেনার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এ বাবদ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৪ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ করেছে। ম্যাজে নামে পরিচিত দ্বীপটি রাজধানী টোকিও থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা অঞ্চলে অবস্থিত। জাপানের একটি বেসরকারি কোম্পানি বর্তমানে এর মালিক এবং মার্চ মাসের শেষ নাগাদ এর মালিকানা জাপানের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত প্রাথমিক চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সই করার কথা রয়েছে। হোনশু দ্বীপে অবস্থিত মার্কিন পরিচালিত ইওয়াকিউনি বিমান ঘাঁটি থেকে এ দ্বীপ মাত্র ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে এ ঘাঁটিতে মার্কিন ৬০টি বিমানবাহী রণতরি মোতায়েন ছিল।
×