ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুভেন্টাসে যাচ্ছেন রামসি

প্রকাশিত: ২২:০৩, ১০ জানুয়ারি ২০১৯

জুভেন্টাসে যাচ্ছেন রামসি

অনলাইন ডেস্ক ॥ আর্সেনালের সঙ্গে ১০ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলছেন অ্যারন রামসি। তার নতুন ঠিকানা জুভেন্টাস। এই মৌসুম শেষ হলে ফ্রি ট্রান্সফারে সিরি ‘এ’ ক্লাবে যোগ দেবেন ওয়েলস মিডফিল্ডার। ৪০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যেতে রাজি হয়েছেন রামসি। এমিরেটস স্টেডিয়াম ছেড়ে তার যাওয়া একরকম নিশ্চিত ছিল বেশ আগেই। গানারদের সঙ্গে নতুন কোনও চুক্তি না করায় তার দিকে নজর দেয় বেশ কয়েকটি ক্লাব। শেষ পর্যন্ত জুভেন্টাস তাকে নিশ্চিত করেছে। জানা গেছে, ক্রিস্তিয়ানো রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন রামসি। স্কাই স্পোর্টস জানায়, আগামী রবিবার স্বাস্থ্য পরীক্ষা করাবেন রামসি। এসি মিলানের বিপক্ষে ইতালিয়ান সুপার কাপ ম্যাচের পর বুধবার চূড়ান্ত হবে চুক্তি। কার্ডিফ থেকে ২০০৮ সালে প্রায় ৫ লাখ ইউরোতে আর্সেনালে চুক্তি করেন রামসি। ক্লাবটির সঙ্গে প্রিমিয়ার লিগে খেলেছেন ২৫২ ম্যাচ, করেছেন ৫২ গোল। তিনটি এফএ কাপ জিতেছেন তিনি, ২০১৪ ও ২০১৭ সালের ফাইনালে গোলও ছিল ২৮ বছর বয়সী মিডফিল্ডারের। তার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল ২০১৬ সালের ইউরোতে। ওইবার সেমিফাইনালে উঠেছিল ওয়েলস। কিন্তু শেষ চারে তিনি ছিলেন নিষিদ্ধ, আর পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে যায় দল।
×