ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ॥ ৩ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৩:০৫, ১০ জানুয়ারি ২০১৯

শেরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ॥ ৩ যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে জোরপূর্বক চুমু দেওয়ার ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উপজেলার নলজোড়া গ্রামের আবুল হাশেমের ছেলে মেহেদী হাসান, বন্ধু দক্ষিণ রানীগাঁও গ্রামের মুছা মিয়া (১৯) ও কৃষ্ণপট্টি গ্রামের তুষার (২০)। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত যুবকদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন আদালতে শ্লীলতাহানির শিকার ওই স্কুলছাত্রীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই রাস্তা-ঘাটে উত্যক্ত করত পার্শ্ববর্তী নলজোড়া গ্রামের বখাটে যুবক মেহেদী হাসান। কিন্তু ওই ছাত্রী মেহেদী হাসানের প্রস্তাবে রাজী না হয়ে পরিবারের লোকজনকে জানালে সম্প্রতি বখাটে মেহেদী ও তার বন্ধুরা ওই স্কুলছাত্রীর বড় ভাই আবু আনসারীকে মারধরও করে। পরে গ্রাম্য শালিসে মারধরের বিষয়টি সুরাহা হলেও সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে চেল্লাখালী নদী তীরবর্তী রাস্তায় মেহেদী তার বন্ধুদের সঙ্গে নিয়ে পথ রোধ করে এবং প্রকাশ্যে স্কুলছাত্রীর গালে চুমু দিয়ে বসে। ওই ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার নালিতাবাড়ী থানায় ঘটনার নায়ক মেহেদী হাসানসহ ৩ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনার প্রধান আসামী মেহেদী হাসান ও তার ২ সহযোগীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
×