ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোহাগপুর বিধবাপল্লীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৩:১৬, ১০ জানুয়ারি ২০১৯

সোহাগপুর বিধবাপল্লীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহাগপুর বিধবাপল্লীতে ফ্র্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও নিরূপমা রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা প্রমুখ। অনুষ্ঠানে বিধবাপল্লীর ২৪ জন বিধবাসহ স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের হাতে শতাধিক কম্বল তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় তাদের মাঝে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও প্রতিমাসে ফ্রি চিকিৎসার জন্য কার্ড প্রদান করা হয় বিধবাদের মাঝে। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান ও ডাঃ কামরুজ্জামান রাশেদ।
×