ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে পদ্মার চরে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০০:০১, ১০ জানুয়ারি ২০১৯

লৌহজংয়ে পদ্মার চরে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার চরাঞ্চলে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। পদ্মাসেতুর নিরাপত্তায় নিয়োজিত ৯৯ ব্রিগেডের অতন্দ্র ৫৮-র অধীনস্থ সেনাবাহিনী এই কার্যক্রম পরিচালনা করে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের চরাঞ্চল পাইকারা গ্রামে উন্মুক্ত স্থানে তাবু ও সামিয়ানা টাঙিয়ে ২৫০ জন দরিদ্র নারীপুরুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও ২শ’ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ৯৯ ব্রিগেড অতন্দ্র ৫৮-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান উপস্থিত থেকে দুস্থদের মধ্যে এই শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র ও চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ পেয়ে দরিদ্র চরাঞ্চলবাসী ভীষণ খুশি। এসময় আরও উপস্থিত ছিলেন কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন আল মামুন, অনারারি ক্যাপ্টেন সাজেদুর রহমান, ওয়ারেন্ট অফিসার আবদুল মান্নান, সার্জেন্ট আসাদ শিকদার, সার্জেন্ট আবু বকর সিদ্দিক, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা ও ইউপি সদস্য মো. ইয়াসিন প্রমুখ। মেডিকেল টিম পরিচালনা করেন মেজর ডা. অনিকা, মেজর ডা. তপন, মেডিকেল সহকারী রাজিব ও হানিফ।
×