ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বুয়েটের ১৯ শিক্ষকের পেনশন সুবিধা আপীলে বহাল

প্রকাশিত: ০২:০৮, ১০ জানুয়ারি ২০১৯

বুয়েটের ১৯ শিক্ষকের  পেনশন সুবিধা আপীলে  বহাল

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক তিন উপাচার্যসহ অবসরপ্রাপ্ত ১৯ শিক্ষককে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) ও পেনশন সুবিধা দিতে রায় বহাল রেখেছে আপীল বিভাগ।আপীল বিভাগের রায় রিভিউ চেয়ে ইউজিসি ও বুয়েটের আবেদন খারিজ করে বৃহস্পতিবার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বিভাগ। এর আগে গত বছরের ৮ আগস্ট বুয়েট ও ইউজিসির লিভ টু আপীল খারিজ করেছিল আপীল বিভাগ। পরে তারা রিভিউ করেন। আদালতে ১৯ শিক্ষকের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী তবারক হোসেইন ও ব্যারিস্টার উর্মি রহমান। ইউজিসির পক্ষে শুনানি করেন সাবেক এ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।
×