ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য পরীক্ষার মুল্যতালিকা প্রদর্শন বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০২:১৯, ১০ জানুয়ারি ২০১৯

স্বাস্থ্য পরীক্ষার মুল্যতালিকা প্রদর্শন বাস্তবায়ন অগ্রগতি  প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ আদালতের নির্দেশনা অনুসারে দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্যতালিকা নির্ধারণ ও আইন অনুসারে সে তালিকা প্রদর্শনের নির্দেশ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আগামী ১৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে হাইকোর্ট তার আদেশে স্বাস্থ্য পরীক্ষার মূল্যতালিকার বিষয় প্রতিবেদন চেয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অনুসারে গত ৯ জানুয়ারির মধ্যে কোনো প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। আদালতকে এ বিষয়টি অবহিত করলে আদালত পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে। ২০১৮ সালের ২৪ জুলাই দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরিক্ষার মূল্যতালিকা আইন অনুসারে প্রদর্শনের নির্দেশ দেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে ওই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
×