ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ত্রাণ গোডাউনে আগুন, ২ হাজার কম্বল ভস্মিভূত

প্রকাশিত: ০৩:১৯, ১০ জানুয়ারি ২০১৯

মাদারীপুরে ত্রাণ গোডাউনে আগুন, ২ হাজার কম্বল ভস্মিভূত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বৃহস্পতিবার ভোররাতে মাদারীপুর সদর উপজেলার ত্রাণ অফিসের গোডাউনে আগুনে প্রায় ২ হাজার কম্বল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বুধবার সদর উপজেলার ৬ ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের জন্য ২ হাজার কম্বল পাঠানো হয়। কম্বলগুলো বিকেলে আমাদের ত্রাণ গোডাউনে রাখা হয়। ভোররাতে জানতে পারি গোডাউনে আগুন লেগেছে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে রাখা সকল কম্বলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসকে প্রদান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার বিষয়টি ঢাকা হেড অফিসে জানিয়েছি।’
×