ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেবাচিমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

প্রকাশিত: ২১:০৯, ১১ জানুয়ারি ২০১৯

শেবাচিমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তীব্র শীতে শিশুদের ঠান্ডাজনিত নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, শ্বাসকষ্ট, ফুঁসফুসে ও ঠান্ডাজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এসব রোগে আক্রান্ত হয়ে গত চারদিন ধরে প্রতিদিনই গড়ে ২০জন শিশুকে ভর্তি করা হচ্ছে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) ও জেনারেল হাসপাতালে। এছাড়া হাসপাতালগুলোর বহিঃবিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও এ ধরনের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসকরা জানিয়েছেন, গত চারদিন ধরে শীতের তীব্রতা প্রকট আকার ধারন করায় শেবাচিমে প্রতিদিন গড়ে ২০ জন শিশু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শিশু ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে প্রায় ২০জন শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ব্যাপারে চিকিৎসকরা বেশী সর্তকতা অবলম্বন করছেন। আক্রান্ত শিশুদের বয়স ছয় মাস থেকে এক বছরের মধ্যে।
×