ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোহাম্মদ ইউসুফ ভারতের জয়কে তেমন কৃতিত্বের মনে করছেন না

প্রকাশিত: ০০:৫৯, ১১ জানুয়ারি ২০১৯

মোহাম্মদ ইউসুফ ভারতের জয়কে তেমন কৃতিত্বের মনে করছেন না

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে সরফরাজ আহমেদের দল গেলে পাকিস্তানও জিতত। এই মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ। সদ্য অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছে ভারত। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে নতুন ইতিহাস লিখেছেন বিরাট কোহলি। যা নিয়ে ক্রিকেটমহলে চলছে চর্চা। অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানও। কিন্তু মোহাম্মদ ইউসুফ ভারতের জয়কে তেমন কৃতিত্বের বলে মনে করছেন না। পাকিস্তানও জিতে আসত টেস্ট সিরিজ, এমনই মনে করছেন তিনি। তাঁর এই বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পাক সাংবাদিক সাজ সাদিক। আর তার পরই ট্রোলড হচ্ছেন তিনি। বলা হচ্ছে, আইসিসি টেস্ট র্যাকিংয়ে যে দল ছয় নম্বরে, যাদের পয়েন্ট ভারতের অর্ধেক, তারা অস্ট্রেলিয়াকে হারাতই, এতটা নিশ্চিত হচ্ছেন কী করে ইউসুফ। কেউ বলছেন, চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি না থাকাতেই জিতত পাকিস্তান। নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারানো যায়নি, সেটাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×