ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসরাইলে চালু ‘বর্ণবাদী সড়ক’

প্রকাশিত: ০৪:২৩, ১২ জানুয়ারি ২০১৯

 ইসরাইলে চালু ‘বর্ণবাদী সড়ক’

ইসরাইল একটি সড়ক চালু করেছে যা দেয়াল দ্বারা বিভাজিত। এর একপাশ দিয়ে চলাচল করবে ইসরাইলীরা। অন্যপাশ দিয়ে ফিলিস্তিনীরা। ৯ জানুয়ারি এর উদ্বোধন করা হয়েছে। যান চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ইসরাইলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলকে ‘প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের’ একজন সদস্্য বলেছেন, রাস্তাটি ইসরাইলী বর্ণবাদের উদাহরণ, যা এক সময় দক্ষিণ আফ্রিকায় দেখা যেত। খবর ইরনার। নতুন রাস্তাটির নাম ৪৭৩০। এর মধ্যখানে দেয়াল। সড়কটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। রাস্তাটির একভাগ উত্তর জেরুজালেমের ভেতর অবস্থিত জিভা বেনিয়ামিন বসতিতে যুক্ত। রাস্তার ওই ভাগ নির্ধারিত ইসরাইলীদের জন্য। তবে জেরুজালেমে প্রবেশের অনুমতি আছে ফিলিস্তিনীদের রাস্তাটি ব্যবহার করতে দেয়া হবে। রাস্তার অপর অংশটি দিয়ে জেরুজালেমের পূর্ব ও দক্ষিণ দিকের এলাকায় যাওয়া যায়। সেটা নির্ধারিত হয়েছে ফিলিস্তিনীদের জন্য। পার্থক্য এটাই যে, ফিলিস্তনীদের জন্য রাখা রাস্তার অংশটি ব্যবহার করে জেরুজালেমে ঢোকা যায় না। পশ্চিমতীরে বিভক্ত রাস্তা আরও আছে।
×