ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় অবৈধভাবে চলছে আবাসন প্রকল্পের ব্যবসা

প্রকাশিত: ০৪:৪৩, ১২ জানুয়ারি ২০১৯

 খুলনায় অবৈধভাবে চলছে আবাসন প্রকল্পের  ব্যবসা

স্টাফ রিপোর্টার ॥ খুলনায় অবৈধভাবে চলছে আবাসন প্রকল্পের ব্যবসা। ৬৮ আবাসন প্রকল্পের কোনটিরই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএর অনুমোদন নেই। তারপরও এসবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না সংস্থাটি। খুলনা জিরো পয়েন্ট, রূপসা সেতুর বাইপাস সড়ক ও খুলনা-সাতক্ষীরা সড়কের দুপাশে বাহারি নামে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে আবাসন প্রকল্প। গত ৮ থেকে ১০ বছর ধরে এসব প্রকল্পে চলছে প্লট বিক্রির ব্যবসা। আর তা চলছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিবন্ধন ও প্রকল্পের লে-আউটের অনুমোদন ছাড়াই। অধিকাংশ প্রকল্প এলাকায় বিদ্যুত নেই, নেই পাকা রাস্তা, ড্রেন ও ময়লা ফেলার স্থান। কাঁচা রাস্তাগুলোও অপ্রশস্ত। কয়েকটি আবাসন প্রকল্পের এলাকা ধানক্ষেত ও নিচু জমি। এমনকি পুকুর-জলাশয় ভরাট করেও হচ্ছে আবাসন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্প মালিক বা ক্রেতাদের কেউই। তবে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কেডিএ। অনুমোদনহীন এসব আবাসন প্রকল্পের প্রতি কাঠা জমির মূল্য ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।
×