ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলন্ত ট্রেনের ছাদে দুই যাত্রীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাই

প্রকাশিত: ০৫:০৭, ১২ জানুয়ারি ২০১৯

 চলন্ত ট্রেনের ছাদে দুই যাত্রীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীরা মনির (২৫) ও সাব্বির (১৯) নামে দুই যাত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা। তারা গুলিস্তান কাপ্তান বাজারের একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই এলাকাতেই ভাড়া থাকেন তারা। হাসপাতালে আহত সাব্বির জানান, ছুটি শেষ করে বৃহস্পতিবার রাতে মনিরকে নিয়ে তিনি বাজিতপুর থেকে ঢাকাগামী একটি ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ফিরছিলেন। পথে ট্রেনটি তেজগাঁও অতিক্রম করে। এসময় ছাদে থাকা ৪-৫ জন ছিনতাইকারী ধারালো ছোরা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখায়। তাদের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা সাব্বিরের পায়ের উরুতে ও তার (মনিরের) পাঁজরে ছুরিকাঘাত করে তাদের ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তাদের মোবাইলও ছিনিয়ে নিয়ে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। আহতদের মধ্যে মনিরের অবস্থা গুরুতর। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারের অভিযান চলছে।
×