ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পুলিশ কর্মকর্তাদের পদক দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৫:০৯, ১২ জানুয়ারি ২০১৯

 নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পুলিশ কর্মকর্তাদের পদক দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার পুরস্কার হিসেবে পুলিশ কর্মকর্তাদের পদক দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ পদক দেয়া হচ্ছে পুলিশের সব রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের। এ বিষয়ে একটি প্রস্তাব যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সরকার প্রস্তাব অনুমোদন করলে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে এ পদক তুলে দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশের সব জেলার পুলিশ সুপারকে ইতোমধ্যে প্রশংসাপত্র দিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতর সূত্র জানায়, অন্যান্য জাতীয় নির্বাচনের চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষাকৃত কম হতাহতের ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তা ছাড়া সহিংসতাও তুলনামূলক অনেক কম হয়েছে। সহিংসতা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ায় পুলিশ কমিশনার, সারাদেশে সব রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারদের পদক দেয়ার জন্য প্রস্তাব আসছে পুলিশ সদর দফতরে। সদর দফতরে এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে।
×