ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়নুল, জসীম, আলমুতী জন্মোৎসব

প্রকাশিত: ০৫:০৯, ১২ জানুয়ারি ২০১৯

জয়নুল, জসীম,  আলমুতী  জন্মোৎসব

স্টাফ রিপোর্টার ॥ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম, পল্লীকবি জসীমউদ্দীনের ১১৫তম এবং বিজ্ঞান লেখক ড. আবদুল্লাহ-আল-মুতী শরফুদ্দিনের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে সেগুন বাগিচার কচি-কাঁচা মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য কবি কামাল চৌধুরী। কৃতী তিনজনের স্মৃতিচারণ করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, বম্বে সুইটস্ এ্যান্ড কোম্পানির হেড অব মার্কেটিং, মেলার ট্রস্টিবোর্ডের সদস্য ডি ডি ঘোষাল ও মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য খোন্দকার মোঃ আসাদুজ্জামান, মেলার তরুণ সদস্য রাশিদুল হাসান জুনায়েদ এবং শিশু বক্তা নুসাইবা হাসিন অঙ্কন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মেলার ক্ষুদে সদস্য ঊষশী দিব্যাংশু।
×