ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজিতপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ১২ জানুয়ারি ২০১৯

 বাজিতপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ও ভৈরব, ১১ জানুয়ারি ॥ জেলার বাজিতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ডাকাত দলের নিজেদের গুলিতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আশরাফ উদ্দিন (৩০) নিহত হয়েছে। নিহত আশরাফ জেলার ভৈরবের সাদেকপুর মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পিরিজপুর বিলপাড় গজারিয়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অবৈধ অস্ত্রধারী আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পুলিশ বাজিতপুরের পিরিজপুর বিলপাড় গজারিয়া অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জনের ডাকাত দলটি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে গুলির শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে আসা শুরু করলে পুলিশ লোকজনের নিরাপত্তার কথা ভেবে গুলি ছোঁড়া বন্ধ করে দেয়। এ সময় ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আশরাফ উদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করাসহ ১টি শুটারগান, ৫ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ১০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আহত আশরাফকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে আশরাফ উদ্দিন নিহত হয়েছে। নিহত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আশরাফের নামে ভৈরব থানা ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
×