ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোহানেসবার্গে মিশ্র শুরু প্রোটিয়াদের

প্রকাশিত: ০৬:৫০, ১২ জানুয়ারি ২০১৯

 জোহানেসবার্গে মিশ্র শুরু প্রোটিয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে প্রোটিয়াদের শুরুটা হয়েছে মিশ্র। ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত ফাফ ডুপ্লেসিসের নিষেধাজ্ঞায় অধিনায়কের দায়িত্ব পাওয়া ডিন এলগার। তিনি আউট হয়েছেন ৯০ রান করে। আর ১ রানের জন্য হাফসেঞ্চুরি হয়নি ডি ব্রুইয়ানের। তিনি সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৪৯ রানে। শুক্রবার চা বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২৫৯ রান। অভিষেকে ৪১ রান করে আউট হন জুবাইর হামজা। তার আগে তারকা ব্যাটসম্যান হাশিম আমলাও ফেরেন ঠিক ৪১-এ। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তিন পেসার মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও ফাহিম আশরাফ। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। টানা দুই হারে সিরিজ খোয়ানো সরফরাজ আহমেদের দলের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। অন্যদিকে ২০১৩ সালের পর আবারও পাকিস্তানকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল পাকিস্তান। সেবারই তিন টেস্টের কোন সিরিজে পাকিস্তানকে প্রথম হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা। অবশ্য নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিপক্ষীয় সিরিজে ২০১৩ সালের আগে তিনবার তিন ম্যাচের সিরিজে অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। প্রথমবার ১৯৯৭ সালে ১-০ ব্যবধানে, ১৯৯৮ সালে ১-১ ড্র ও ২০০৭ সালে ২-১ ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ‘দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরি করেছি আমরা। আর এমন সুযোগ লুফে নিতে পুরো দল তৈরি। প্রথম দু-ম্যাচের মতোই ভাল ক্রিকেট খেলতে চাই।’ বলেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ডিন এলগার।
×