ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরবরাহ কম থাকায় চট্টগ্রামে আবাসিক এলাকায় গ্যাস সঙ্কট

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জানুয়ারি ২০১৯

 সরবরাহ কম থাকায়  চট্টগ্রামে আবাসিক এলাকায় গ্যাস  সঙ্কট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাস সঙ্কট চলছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সঙ্কট সৃষ্টি হয়েছে বলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্রে জানা গেছে। কেজিডিসিএল সূত্র জানায়, শীত মৌসুমে অন্য সময়ের তুলনায় গ্যাসের চাহিদা বেড়ে যায়। এ সময় আবাসিক খাতে প্রায় ২০ শতাংশ গ্যাসের চাহিদা থাকে। চট্টগ্রামে বর্তমানে প্রতিদিন গড়ে গ্যাসের চাহিদা ৪শ’ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ হচ্ছে ৩শ’ মিলিয়ন ঘনফুট। ১শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার তুলনায় কম থাকায় নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় এতে বিরূপ প্রভাব পড়েছে। সকালের দিকে গ্যাসের চাপ কোথাও কোথাও একেবারে কমে যায় আবার দুপুরের পর রাতের মধ্যে তা স্বাভাবিক অবস্থানে পৌঁছে যায়। এ পরিবেশ সৃষ্টি হয়েছে নগরীর হালিশহর, কোতোয়ালি, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজারসহ বিভিন্ন আবাসিক এলাকায়। এছাড়া নগরীর জামাল খান, রহমতগঞ্জ, আসকারদীঘি পাড় এলাকায়ও গ্যাস সঙ্কট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। কেজিডিসিএল সূত্র জানিয়েছে, শীত মৌসুমে সাধারণ গ্যাসের চাহিদা বাড়তে থাকে। ঠা-ার প্রভাবে গ্যাস সরবরাহ লাইনে তেলজাতীয় পদার্থ জমে যায়। এতেও গ্যাসের চাপ হ্রাস পায়। এছাড়া চাহিদার তুলনায় একশ’ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে না। এটিও গ্যাস সঙ্কটের কারণ বলে সূত্র জানায়।
×