ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভালুকায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জানুয়ারি ২০১৯

 ভালুকায়  ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১১ জানুয়ারি ॥ ভালুকায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। আহতদের ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার নিশিন্দা গ্রামে। ঘটনার সময় ছুটির দিনে নিশিন্দা এলাকার এগ্রো এশিয়া কোম্পানির খোলা জায়গায় এক্সপেরিয়ান্স মিলের শ্রমিকরা ক্রিকেট খেলছিল। এ সময় স্থানীয় মফিজুলের ছেলে হোসেন আলী তাঁদের সঙ্গে খেলতে চায়। কিন্তু শ্রমিকরা তাঁকে খেলায় অংশগ্রহণ করতে দেয়নি। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে শ্রমিকরা হোসেন আলী (৩০)এর ওপর হামলা করলে তাঁকে উদ্ধার করার জন্য তাঁর পিতা মফিজুল ইসলাম (৬০), হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার (২৫), ভাই হাছান আলী (২৮) ও অপর পক্ষের মাসুদ (১৮) আহত হয়। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর, মফিজুল, জেসমিন ও মাসুদকে ময়মনসিংহ মেডিক্যালে (মমেক) প্রেরণ করা হয়। আহত মফিজুল ইসলাম জানান, মিলের শ্রমিকরা খেলা নিয়ে আমার ছেলের ওপর হামলা করলে আমরা তাঁকে উদ্ধার করতে গেলে তাদের হামলায় আমার বাম কনুইয়ের হাড় ভেঙ্গে গেছে। আহত মাসুদের পিতা সাইফুল ইসলাম জানান, খেলার মাঝে চাঁদা চাইলে চাঁদা না দেয়ায় মফিজুল তাঁর ছেলেদের নিয়ে হামলা করে, এতে আমার ছেলের বাম আঙ্গুলের তর্জনি আঙ্গুলের মাথা কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে।
×