ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় প্রাচীন মেলা শুরু

প্রকাশিত: ০৭:০৫, ১২ জানুয়ারি ২০১৯

মাগুরায় প্রাচীন মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ জানুয়ারি ॥ বালিদিয়া ইউপির বড়রিয়া গ্রামে শতবর্ষের প্রাচীন ৩ দিনব্যাপী মেলা শুক্রবার থেকে শুরু হয়েছে। এ বছর ছিল ১১১তম মেলা। মেলায় কয়েক কোটি টাকার পণ্য ক্রয়-বিক্রয় হয়। মহম্ম্দপুর উপজেলার বড়রিয়া গ্রামে প্রতিবছর বাংলা ২৮ পৌষ এ ঘোড়া দৌড় উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রামবাসীরা এ মেলার আয়োজন করে। এটি দক্ষিণ পঞ্চিমাঞ্চালের অন্যতম বৃহৎ মেলা । জানা গেছে , জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়ার গ্রামে ঘোড়া দৌড় উপলক্ষে আয়োজিত মেলা চলবে ৩ দিন। রবিবার রাতে মেলা শেষ হবে। মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটছে। মেলায় নানা ধরনের মাছ, পিঠা, মাটির সামগ্রী, শোপিচ, কসমেটিক, বাঁশ ও বেতের সামগ্রী, বিভিন্ন ধরনের মিষ্টি, খেলনাসহ বিভিন্ন পণ্য উঠেছিল বিক্রির জন্য।
×