ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে এরশাদের নিয়োগ বাতিল

প্রকাশিত: ০৮:০৬, ১২ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে এরশাদের নিয়োগ বাতিল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের জন্য স্পীকারের অনুমোদন পাওয়ার পর প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ জানুয়ারি নিজের ‘বিশেষ দূত’ হিসেবে এরশাদের নিয়োগের ‘অবসান’ ঘটিয়েছেন। বৃহস্পতিবার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের ওই আদেশ শুক্রবার প্রকাশ করা হয়েছে। এতে এসব তথ্য তুলে ধরা হয়।
×