ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোহানেসবার্গে এগিয়ে দ. আফ্রিকা

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ জানুয়ারি ২০১৯

জোহানেসবার্গে এগিয়ে দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ জোহানেবার্গ টেস্টে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হওয়ার পর সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ১৮৫ রানে গুটিয়ে দিয়েছে প্রোটিয়ারা। শনিবার দ্বিতীয় দিন চা-বিরতিতে এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৭৩। সব মিলিয়ে ১৫০ রানে লিড। টানা দুই জয়ে দক্ষিণ আফ্রিকা আগেই সিরিজ নিশ্চিত করেছে। ২০১৩ সালের পর আবারও ফের পাকিস্তানকে তিন টেস্টের কোন সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করার সুযোগ প্রোটিয়াদের সামনে। ফ্যাফ ডুপ্লেসিসের নিষেধাজ্ঞায় ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার ডিন এলগার। মাঠেও ভালই দাপট দেখাচ্ছে তার দল। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার মতো দলকে ২৬২ রানে থামিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু ফের সফরকারীদের ব্যাকফুটে ঠেলে দেয় নিজেদের ব্যাটিং ব্যর্থতা। প্রোটিয়া পেস-তা-বের মুখে সাত নম্বরে নামা সরফরাজ আহমেদ (৫০) পেয়েছেন ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরির দেখা। ৪৯ রান করে আউট হয়েছেন বাবর আজম। ওপেনার ইমাম উল হকের ব্যাট থেকে আসে ৪৩। এছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। ৪৯ ওভার ৪ বল খেলে ১৮৫ রানে অলআউট হয় সফরকারীরা। দ. আফ্রিকার হয়ে ডিন অলিভিয়ের ৫, ভারনন ফিল্যান্ডার ৩ ও কাগিসো রাবাদা নেন ২ উইকেট। তার আগে ১০ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন অধিনায়কের দায়িত্ব পাওয়া ডিন এলগার। তিনি আউট হন ৯০ রান করে। আর ১ রানের জন্য হাফসেঞ্চুরি হয়নি ডি ব্রুইয়ানের। তিনি সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৪৯ রানে। অভিষেকে ৪১ রান করে আউট হন জুবাইর হামজা। তারকা ব্যাটসম্যান হাসিম আমলাও ফেরেন ঠিক ৪১-এ। ছোট ছোট কয়েকটি ইনিংসে ভরকরে প্রথম ইনিংসে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল দ. আফ্রিকা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন পেসার মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও হাসান আলি, তিনটি ফাহিম আশরাফ।
×